ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এই সড়কে ঈদে ঘরমুখো মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। কয়েকদিনের জন্য কর্মস্থল ত্যাগ করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ছুটছেন নিজ নিজ গ্রামের বাড়ি।
বাসস’র টাঙ্গাইল সংবাদদাতা সরেজমিনে মঙ্গলবার দুপুরে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বাসস্ট্যান্ড, সেতু পূর্ব গোল চত্বর ও জোকারচর বাসস্ট্যান্ড ঘুরে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার এমন চিত্র দেখতে পান।
এছাড়া মহাসড়কে দূরপাল্লার মোটরসাইকেল আরোহীদের চলাচল করতে দেখা গেছে।
জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে উত্তরবঙ্গগামী পরিবহনের দীর্ঘ লাইনে ধীরগতিতে স্থবির হয়ে পড়ে যানবাহন। পরে আস্তে আস্তে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত কোন যানজট নেই। বৃষ্টির কারণে সল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা ও সেতুর ওপরে পরিবহনের চাপ রয়েছে এবং ধীরগতিতে চলাচল করছে। আশা করছি স্বাভাবিক হয়ে আসবে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ২১:৪০:২৭   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
দেশের প্রথম সর্বাধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন
পলিথিনের পরিবর্তে সাশ্রয়ীমূল্যে পাটের ব্যাগ বাজারজাতকরণ উদ্বোধন করলেন উপদেষ্টার
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব
সুষ্ঠু নির্বাচন নির্ভর করে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত
আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের
লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ আজ
‎‎সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ