ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি ড. মোস্তাক আহমেদ।

রাষ্ট্রপতি এবার দেশে না থাকায় তিনি ঈদের জামাতে অংশ নেননি। তবে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিক ছাড়াও ঢাকার দুই সিটির মেয়র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান এ জামাতে অংশ নেন।

যদিও দুর্যোগর্পূণ আবহাওয়ার কারণে মুসল্লিদের আসতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। গতকাল (বুধবার) রাত থেকেই রাজধানীসহ সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবুও প্রধান এ জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের কেউ ছাতা নিয়ে, কেউ ভিজে নামাজে অংশ নিয়েছেন।

প্রধান এ জামাত থেকে বিশেষ মোনাজাত শেষে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী সবাই কোলাকুলি করেন।

২৫৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে প্রবেশে এবার চার স্তরের নিরাপত্তা ছিল। জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এবার জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রধান এ ঈদ জামাত।

এর আগে, সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক ইমামতি করেন। আর মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম আব্দুল হাদী।

বাংলাদেশ সময়: ১১:২৮:২০   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে মাসুদুজ্জামানের পক্ষ থেকে শহীদ ও জুলাই যোদ্ধাদের জন্য দোয়া
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক
জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন
বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
দীর্ঘ ১৫ বছর পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, নেতা-কর্মীদের উচ্ছ্বাস
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
পাবনায় কবরস্থান থেকে ২১ কঙ্কাল চুরি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ