ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেনসহ বিশ্বনেতারা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেনসহ বিশ্বনেতারা
বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩



ঈদের শুভেচ্ছা জানালেন বাইডেনসহ বিশ্বনেতারা

মুসলামনদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে বিশ্বের মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে।

ঈদ শুভেচ্ছায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এবারের ঈদুল আজহা আমেরিকাজুড়ে মুসলিমদের হৃদয়ে ও ঘরে ঘরে আনন্দ, শান্তি এবং ঐক্য নিয়ে আসুক। ঈদ মোবারক!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশের ও সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রত্যেকের জন্য নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ট্রুডো আরও বলেন, এই সময়ে দেশজুড়ে পরিবার ও বন্ধুরা প্রার্থনা করতে, খাবার ভাগাভাগি করতে এবং অভাবীদের সঙ্গে খাবার ভাগ করে নিতে একত্রিত হয়। তাই আমরা সবাই কানাডার মুসলিম সম্প্রদায়ের প্রদর্শিত ত্যাগ, সমবেদনা ও উদার মূল্যবোধ থেকে অনুপ্রাণিত হতে পারি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ঈদ শুভেচ্ছাবার্তায় বলেন, যুক্তরাজ্য এবং সারা বিশ্বের মুসলিমদের ঈদ মোবারক। তিনি বলেন, ঈদুল আজহা আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। সেই সঙ্গে, আমাদের চারপাশের লোকদের জন্য বিশ্বকে একটি ভালো জায়গা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঈদুল আজহা উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। বিভাজন ও সংঘাতের সময়ে আসুন, সহানুভূতি এবং সংহতির মূল্যবোধ থেকে অনুপ্রেরণা নেই। ঈদ মোবারক!

ঈদ উদযাপনকারী মুসলমানদের পাশাপাশি হাজিদেরও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক টুইটাবার্তায় তিনি বলেন, সব মুসলিমকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা হজযাত্রায় অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক এবং হজ মাবরুর!

বাংলাদেশ সময়: ১১:৩২:০৪   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান-যুক্তরাষ্ট্র তীব্র বাকযুদ্ধ
মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করে দিলো ইরান
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত
থাইল্যান্ডে ক্রেন ভেঙে পড়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২২
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
ইউক্রেনের দুই শহরে বছরের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
ইরানে মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্র, ইসরাইল আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে: স্পিকারের হুঁশিয়ারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ