চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি
শুক্রবার, ৩০ জুন ২০২৩



চুইঝাল দিয়ে মজাদার গরুর মাংসের রেসিপি

চলছে ঈদুল আজহার দ্বিতীয় দিন। এই ঈদে কমবেশি সবাই গরুর মাংসের ভুনা ও নানান পদ রান্না করেন। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্নভানে গরুর মাংস দিয়ে ভুনা মাংস তৈরি করেন। ফলে স্বাদও ভিন্নতা পায়।

যেমন সিলেটে মাংস রান্না করার সময় ভিন্ন স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় সাতকরা। আর সাতক্ষীরা ও খুলনায় চুইঝাল দিয়ে গরুর ভুনা মাংস জনপ্রিয়। এছাড়া সারাদেশেই চুইঝালের জনপ্রিয়তা রয়েছে।

জেনে নিন ঝটপট চুইঝাল দিয়ে গরু মাংসের রেসিপি

উপকরণ-

এক কেজি গরুর মাংস, দুই কাপ চুইঝাল টুকরা, এক কাপ সরিষার তেল, দুই টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ জিরা বাটা, এক কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদ গুঁড়া, গরম মসলার গুঁড়া এক চা চামচ, দারুচিনি চার টুকরা, এলাচ চারটি, লবঙ্গ ছয়টি, তেজপাতা চারটি, ৫/৬টি কাঁচামরিচ, আধা কাপ টক দই, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, এক টেবিল চামচ লেবুর রস ও স্বাদমতো লবণ।

ইচ্ছেমতো গরুর মাংসকে ধুয়ে টুকরা টুকরা করে নিন। এবার টুকরা করা গরুর মাংসকে ঘণ্টাখানেক লবণ ও টক দই দিয়ে মাখিয়ে রাখুন। এরপর এরপর রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম দিন চুলায়। তেল গরম হলেই তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে তাতে সব মসলা দিয়ে কষিয়ে নিন।

এবার তাতে মাংস ও চুইঝাল দিয়ে কয়েকবার কষিয়ে নিন। ভালোভাবে কষানো হলে তাতে পানি দিয়ে দিন।

খেয়াল রাখতে হবে চুলার দিকে। আগুন যেন বেশি না হয়। চুলার আঁচ মিডিয়াম লো রাখতে হবে।

এরপর গরুর মাংসের ঝোল গাঢ় হয়ে তেল উপরে উঠে এলে তাতে লেবুর রস, ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা দিয়ে নামিয়ে নিন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৮   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি হামলায় গাজায় নিহত ১৪
কুমিল্লায় টিসিবি’র ১,৪৪২ লিটার তেল জব্দ
জয়পুরহাট পৌরসভায় বর্জ্য পৃথকীকরণে ডাস্টবিন বিতরণ
পাট খাতের উন্নয়নে ‘সাসটেইনেবল মার্কেট এক্সেস বুটক্যাম্প’ কর্মসূচি শুরু
নাহিদ-হাসনাতদের দেখতে রাস্তার মানুষের ভিড়
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: উপদেষ্টা আসিফ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
পাকিস্তানে বন্যায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ