প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি বাহিনীর জয়েন্ট কমান্ডার ইমানুয়েলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি বাহিনীর জয়েন্ট কমান্ডার ইমানুয়েলের সাক্ষাৎ
রবিবার, ২ জুলাই ২০২৩



প্রধানমন্ত্রীর সঙ্গে ফরাসি বাহিনীর জয়েন্ট কমান্ডার ইমানুয়েলের সাক্ষাৎ

ফ্রান্সের জয়েন্ট কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এমানুয়েল স্লার্স আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, ড্রাইডক সহযোগিতা এবং সমুদ্রপথে চলাচলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা ২-৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ফরাসি ফ্রিগেট ‘এফএইচ সারকফ’-এর শুভেচ্ছা সফরকে স্বাগত ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন দান এবং শুরুর দিকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
১৯৭১ সালে আন্দ্রে ম্যালরাক্স এবং বার্নার্ড-হেনরি লেভির মতো নেতৃস্থানীয় ফরাসি বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন তাও প্রধানমন্ত্রী গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ড্রাইডক বিষয়ে সহযোগিতার সুযোগ রয়েছে।
রিয়ার অ্যাডমিরাল ইমানুয়েল স্লার্স বলেন, ফ্রান্স ইন্দো-প্যাসিফিকের একটি দেশ এবং তারা নৌচলাচলের স্বাধীনতা এবং স্বাধীনভাবে উড্ডয়নের পক্ষে।
তিনি বলেন, ‘সমুদ্র আইনকে সম্মান করা উচিত।’
তিনি বলেন, মানব পাচার, বিশেষ করে নারী পাচারও বিশ্বের জন্য একটি বড় সমস্যা।
এ সময় প্রধানমন্ত্রীর আ্যাম্বসেডর-এট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:২৬   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত
সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
নির্বাচনি ইশতেহারে বৈদেশিক নীতি স্পষ্ট করতে হবে: দিলারা চৌধুরী
ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ