জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



জাহিদ হাসানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য মাহফুজের!

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। মূলত একটি সিনেমার চরিত্রকে কেন্দ্র করে ছিল মন্তব্যটি।

প্রয়াত সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদ অনেক ভালো ভালো সিনেমাই দর্শকদের উপহার দিয়েছেন। যার একটি ‘আমার আছে জল’। এ সিনেমায় জাহিদ হাসান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। ওই চরিত্রটিতে অভিনয় করার কথা ছিল মাহফুজের!

মাহফুজ বলেন, ‘আমার আছে জল’ সিনেমায় জাহিদ হাসান যে চরিত্রে অভিনয় করেছে ওই চরিত্রটা নিয়ে আমার সঙ্গে সব কিছু ফাইনাল ছিল। সিনেমা শুরুর আগে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে অস্ট্রেলিয়া যাই। এসে শুনি আমি চরিত্রটা করছি না।

‘এ ঘটনার পর ‘আমার আছে জল’ সিনেমায় ফেরদৌস যে চরিত্রে অভিনয় করেছিল সে চরিত্রটি আমাকে করতে বলা হয়। কিন্তু আমি করিনি।’

এ সময় মাহফুজ বেশ হতাশা ব্যক্ত করে বলেন, ‘পরে আমি শুনি জাহিদ হাসান খাসি জবাই করে খাইয়ে বলেছে, এটা তার স্বপ্নের ক্যারেক্টর ছিল।’

আক্ষেপ করে মাহফুজ আরও বলেন, ‘বিষয়টি জাহিদ আমাকে বললে ভালো হতো। যদি ও বলতো- মাহফুজ আমি করতে চাই তুই ওটা কর। তাহলে আমি খুশি হতাম!’

এক সাক্ষাৎকারে বন্ধু জাহিদকে নিয়ে স্মৃতিচারণ করতে করতেই মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন মাহফুজ। এরপরই তিনি বুঝতে পারেন বিষয়টি বলা তার উচিত হয়নি। এজন্য অন্য আরেকটি অনুষ্ঠানে বন্ধু জাহিদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

ক্ষমা চাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে মাহফুজ জানান, ‘আমি জাহিদকে টেক্সট করেছি, ফোন করেছি। বলেছি, ভুল করেছি। সে গ্রহণ করবে কি করবে না তা পুরোটাই তার বিষয়!’

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫৬   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র খড়কুটার মতো ভেসে যাবে : বাবুল
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ডা. জাহিদ
‘আমজনতার দল’কে অবশ্যই নিবন্ধন দিতে হবে : রাশেদ খান
কঠোর নির্দেশ দেয়া হয়েছে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, যা জানালেন প্রেস সচিব
৯১ আসনে প্রার্থী ঘোষণা করল গণসংহতি
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে আর্জি বিএনপির
পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা আদিলুর
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি : নাহিদ ইসলাম
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ