স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্মার্ট বাংলাদেশ নির্মাণে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াকে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীা (আরডিএ) দুই দিনব্যাপি ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য একটি কার্যকর কর্ম-পরিকল্পনা প্রণয়নে ৩৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে দারিদ্র্য ও আঞ্চলিক বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আরডিএ প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনী-গরীবের বৈষম্য নিরসনে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছেন। দেশের বর্তমান ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই প্রতিষ্ঠানকে আরো নতুন নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।
স্বপন ভট্টাচার্য্য বলেন, কৃষিতে আধুনিক টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যমাত্রা পূরণে আরডিএ, বগুড়া অবদান রাখবে। ইতোমধ্যেই আরডিএ’র উদ্ভাবিত ভূ-গর্ভস্থ সেচ নালা, গভীর নলকূপের বহুমুখী ব্যবহার, সৌরশক্তি চালিত বহুতল কৃষি, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্লান্ট এবং চরবাসীর জন্য টেকসই গ্রামীণ জীবিকা মডেল উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ এর সাথে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা তৈরি করে গ্রামীণ জীবনমান উন্নয়নে আরডিএ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আরডিএ’র মহাপরিচালক মো. খুরশিদ আলম রেজভীর সভাপতিত্বে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এছাড়াও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম কামরুজ্জামান, সমবায় নিবন্ধক ও মহাপরিচালক মো. শফিকুর রেজা বিশ্বাসসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধিরা পরিকল্পনা সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩১   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আদালতে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা
ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে : পরিবেশ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পটপরিবর্তন : সমাজকল্যাণ উপদেষ্টা
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য মাসুদুজ্জামানের দোয়া ও মিলাদ
হালদা পাড়ে তামাক চাষ বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয় : গণশিক্ষা উপদেষ্টা
ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার
জামালপুরে ভর্তুকি দিয়ে ১৮ হাজার আগ্রাসী চারাগাছ নিধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ