রিকশায় ঝুলে চুরি: এক লাখ টাকার চুক্তিতে সৎভাইকে ঢাকায় আনে সোহেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিকশায় ঝুলে চুরি: এক লাখ টাকার চুক্তিতে সৎভাইকে ঢাকায় আনে সোহেল
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩



রিকশায় ঝুলে চুরি: এক লাখ টাকার চুক্তিতে সৎভাইকে ঢাকায় আনে সোহেল

ব্যাগভর্তি টাকা নিয়ে রিকশায় যাচ্ছিলেন এক ব্যক্তি। নেমে দেখেন ব্যাগে কোনো টাকা নেই। পরে পুলিশের তদন্তে বের হয়ে আসে, রিকশার পেছনে ঝুলে এক কিশোর ওই ব্যক্তির ব্যাগ থেকে টাকা চুরি করেছে। আর তাকে সহায়তা করে আরও দুজন।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। তারা বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় চক্রটি অভিনব কায়দায় টাকা, মোবাইল, ল্যাপটপ চুরি করে আসছে। পুলিশের খাতায় এদের নাম ‘ঝুলা পার্টি’।

জানা যায়, রাজধানীর বারিধারার একটি শোরুমে চাকরি করেন রনি। অফিস শেষে ব্যাগে করে সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে রিকশায় বাসায় যাচ্ছিলেন তিনি। নেমে দেখেন ব্যাগের চেইন খোলা। সেখানে কোনো টাকা নেই।

রনি বলেন, ‘রিকশা থেকে নেমে হেঁটে কিছুদূর যাওয়ার পর মনে হলো ব্যাগ হালকা লাগছে। তখন দেখি আমার ব্যাগে কোনো টাকা নেই।’

অভিযোগ পেয়ে তদন্তে নামে ভাটারা থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রনির রিকশার পেছনে ঝুলে চেইন খুলে টাকা চুরি করে কিশোর তুহিন। আর তাকে সহযোগিতা করে দুই সাইকেলচালক। এদের একজন এই চক্রের প্রধান গ্রেফতার হওয়া সোহেল।

গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে তারা অভিনব কায়দায় চুরি করার এই বিদ্যা যার কাছ থেকে রপ্ত করেছে তার নাম জানিয়েছে। বলেছে, তিন বছর আগে তারা ওই গুরুর কাছ থেকে এই চুরিবিদ্যা রপ্ত করে। আর তাদের গুরু ঢাকার অন্য একটি এলাকায় আরও একটি গ্রুপ চালাচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান বলছেন, যে কিশোর (তুহিন) রিকশায় ঝুলে চুরি করে সে সোহেলের সৎভাই। তিন-চার দিন আগে সৎবাবাকে এক লাখ টাকা দিয়ে এক বছরের জন্য ময়মনসিংহ থেকে তুহিনকে ঢাকায় নিয়ে আসে চক্রের প্রধান সোহেল। তারা সবাই সংঘবদ্ধ চক্রের সদস্য। কাঁধে ব্যাগ, পাঞ্জাবি পরা এবং রিকশায় চড়েন এমন ব্যবসায়ীদের টার্গেট করে তারা।

বাংলাদেশ সময়: ১২:২২:০৪   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করতে হবে: আমীর খসরু
কালশীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার
শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডসহ ৪-৬ স্তরের পদসোপান দাবি
বিএনপির নেতৃত্বে দেশে কর্মসংস্থান নিশ্চিত করা হবে : এ্যানি
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের
মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসান ঘটাচ্ছেন ডিসি
দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ : ডা. জাহিদ
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ