জাতির পিতা বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির পিতা বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ : খাদ্যমন্ত্রী
সোমবার, ১৪ আগস্ট ২০২৩



জাতির পিতা বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সৎ ও নিষ্ঠাবান হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ।’ মন্ত্রী শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে জীবন গড়ারও আহবান জানিয়েছেন।
সাধন চন্দ্র মজুমদার আজ সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচি’র আওতায় বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন’ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বে আজ বাঙালি জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত। সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে। ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা। স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়।’
এ সময় তিনি বলেন, কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়। মাটির ঘরের বিদ্যালয়গুলো এখন ‘পাকা বিল্ডিং’। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি, তাদের সময়ে কোন উন্নয়ন হয়নি। অপর দিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তিনি। ধনী-গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দিয়েছেন। বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল করেছেন বাংলাদেশকে।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বক্তৃতা করেন।
এই অনুষ্ঠানে ৩৫ টি বাইসাইকেল ও ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরে, মন্ত্রী পরশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৯   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
ইইউর নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কাজ শুরু, ৫৬ জন দীর্ঘমেয়াদে মোতায়েন
সরকার নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে ট্যানারি শ্রমিকদের সমাবেশ
​সরিষাবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, আহত- ২
শুধু এলপিজি নয়, প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে : শামসুজ্জামান দুদু
খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করতেন না : আলাল
পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবোই: সালাহউদ্দিন
সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: ইশরাক
শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে - পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ