ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩



ইতিহাসের এই দিনে

আজ ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৬০৮ - প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।

১৬৯০ - ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।

১৮১৪ - ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়।

১৮১৫ - নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয়।

১৮২১ - মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।

১৮৭৫ - ক্যাপ্টেন ম্যাথুওয়েব সাঁতরে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

১৯০২ - জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেইন্ট পিয়েরে-লে-তে।

১৯১৩ - ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই দিনে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করার।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।

১৯২৯ - বায়তুল মোকাদ্দাসে নুদবা প্রাচীর আন্দোলন শুরু হয় ।

১৯৪৪ - জার্মান থেকে প্যারিস মুক্ত।

১৯৪৯ - উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।

১৯৬৬ - ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে।

১৯৭৪ - ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।

১৯৮৯ - ৪৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হন তাদেউজ মাজোউইকি।

১৯৯১ - তুর্কমেনিয়ার সার্বভৌমত্ব ঘোষণা।

১৯৯১ - পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে।

জন্ম:

১৮৯০ - আর্জেন্টিনীয় সাহিত্যিক হোর্হে লুই বোর্হেস।

১৮৯৩ - সংগীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে।

১৯২৯ - ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

মৃত্যু:

১৯২৭ - মিসরের জাতীয় নেতা সাদ জগলুল পাশা।

১৯৫৪ - ব্রাজিলিয়ান স্বৈরশাসক গেতুলিও বার্গাস।

১৯৮৮ - সাংবাদিক, সাহিত্যিক আবু জাফর শামসুদ্দীন।

২০০৪ - বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমান।

বাংলাদেশ সময়: ১৩:০১:১১   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রূপগঞ্জে উকিল বাড়ী খাল দখলমুক্তে পৌর প্রশাসনের অভিযান
সংগ্রামী শতবর্ষী ফজিলাতুন্নেছার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা দিলেন মাসুদুজ্জামান
ড. আসিফ নজরুলের সঙ্গে জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ
খালের কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়েছে: গয়েশ্বর
সিলেটে এক বছরে গ্রাম আদালতে সাড়ে ১২০০ মামলা নিষ্পত্তি
চব্বিশের জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ