বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নিশাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কচা নদীর তীরে ভবানীপুর গ্রামে ঘাটে পা পিছলে পড়ে নিখোঁজ হয় নিশাত তাসনিম তানহা। সে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানহা ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়ীতে বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিল তানহা। বেলা ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের ডাক চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার ষ্টেশন ও বরিশাল সদর ফায়ার ষ্টেশনের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি।

তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনার পর থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে। তারা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান অবস্থায় তানহার মরদেহ উদ্ধার করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছে। তাই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৪   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা চার প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি শুধুই ম্যানসিটির
বঙ্গবাজার বিপনী বিতান নির্মাণ কাজের উদ্বোধন ২৫ মে
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: অনুসন্ধান চলছে রাষ্ট্রীয় গণমাধ্যম
ভোলায় জেলা প্রশাসক কার্যালয়ের সেবা প্রত্যাশীদের জন্য পার্ক উদ্বোধন
ফতুল্লায় ৫ মাস পর রাজমিস্ত্রী হত্যায় ঘাতক গ্রেপ্তার
পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী
সরকার ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করছে : পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যার লড়াইয়ের গল্প গোটা বিশ্বের কাছে তুলে ধরাই হোক অঙ্গীকার : তথ্যপ্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ