বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নিশাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কচা নদীর তীরে ভবানীপুর গ্রামে ঘাটে পা পিছলে পড়ে নিখোঁজ হয় নিশাত তাসনিম তানহা। সে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানহা ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়ীতে বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিল তানহা। বেলা ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের ডাক চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার ষ্টেশন ও বরিশাল সদর ফায়ার ষ্টেশনের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি।

তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনার পর থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে। তারা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান অবস্থায় তানহার মরদেহ উদ্ধার করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছে। তাই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৪   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন
নারীদের জন্য অভিযোজন কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা নাসিকের
বিএনপি করতে হলে সুনাগরিক হতে হবে: সাখাওয়াত
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে আওতাভুক্ত করা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ একটি যুগোপযোগী পদক্ষেপ - ভূমি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ