বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



বরিশালে মতিঝিল আইডিয়ালের ছাত্রী তানহার মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ছাত্রী নিশাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কচা নদীর তীরে ভবানীপুর গ্রামে ঘাটে পা পিছলে পড়ে নিখোঁজ হয় নিশাত তাসনিম তানহা। সে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তানহা ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়ীতে বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিল তানহা। বেলা ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের ডাক চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে উজিরপুর ফায়ার ষ্টেশন ও বরিশাল সদর ফায়ার ষ্টেশনের ডুবুরি দল উদ্ধারে অভিযান চালায়। কিন্তু কেউ নদীতে খুঁজে পায়নি।

তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনার পর থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে। তারা বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান অবস্থায় তানহার মরদেহ উদ্ধার করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করেছে। তাই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৪   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি
ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ