ওমরাহযাত্রী বাড়ার কারণ জানাল সৌদি, এগিয়ে বাংলাদেশিরাও

প্রথম পাতা » আন্তর্জাতিক » ওমরাহযাত্রী বাড়ার কারণ জানাল সৌদি, এগিয়ে বাংলাদেশিরাও
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ওমরাহযাত্রী বাড়ার কারণ জানাল সৌদি, এগিয়ে বাংলাদেশিরাও

গত দেড় মাসে সৌদি আরবে বিদেশি ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখ্যযোগ্য বেড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রী ড. আবদেলফাত্তাহ মাশাত এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবদেলফাত্তাহ মাশাত বলেন,

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বাইরে থেকে আসা ওমরাহযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেসব দেশ থেকে তীর্থযাত্রীদের সংখ্যা প্রশংসনীয়ভাবে বেড়েছে সেগুলো হচ্ছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, ইরাক, ইয়েমেন এবং বাংলাদেশ। এ সময়ের মধ্যে বিশ্বের অন্যান্য দেশ থেকে তীর্থযাত্রীদের সংখ্যাও বেড়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদে তীর্থযাত্রী এবং মসজিদে নববীতে দর্শনার্থী ও মুসল্লিদের ঢল ইঙ্গিত দেয় যে, বর্তমান মৌসুমে ওমরাহযাত্রীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়েছে। যা আগের সব মৌসুমকে ছাড়িয়ে গেছে।

ওমরাহ যাত্রী বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক উপমন্ত্রীবলেন, ভিসা পদ্ধতি সহজ করায় সৌদিতে বিদেশি মুসল্লিদের সংখ্যা বেড়েছে। তাদের জন্য চালু হওয়া নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অনলাইনে পেয়ে যাচ্ছেন ভিসা। সেই সঙ্গে ওমরাহ পরিষেবা পরিচালনাকারী সংস্থার সংখ্যা বৃদ্ধি এবং বিশেষায়িত ব্যক্তিদের আতিথেয়তার আওতা বাড়ায় অনেকেই সৌদিতে আসতে আগ্রহী হচ্ছেন।

সেই সঙ্গে ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন বাড়ানোর পাশাপাশি সৌদি আরবের বাইরে থেকে আগত নারীদের ওমরাহ পালনে অভিভাবকের শর্ত শিথিলসহ বিভিন্ন কারণ উল্লেখ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৯   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সার্কের বিকল্প নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, যুক্ত আছে বাংলাদেশও
গাজায় প্রায় ৮০০ ক্রীড়াবিদ হত্যা করেছে ইসরাইল
শুকিয়ে যাচ্ছে কাস্পিয়ান সাগর, দেখা যায় খালি চোখেই!
ইরান যুদ্ধের পর জার্মানির প্রথম উচ্চ পর্যায়ের সফরে ইসরাইলকে সমর্থন
চীন থেকে জে-১০সি যুদ্ধবিমান কিনছে ইরান: রিপোর্ট
ইসরাইলে নেতানিয়াহুর সঙ্গে যা করা হচ্ছে, তা ভয়াবহ: ট্রাম্প
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন
গাজায় আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী
নিষেধাজ্ঞা শিথিলসহ ইরানকে ৩০ বিলিয়ন ডলারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ