ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

প্রথম পাতা » খেলাধুলা » ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি

বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ শনিবার (২ সেপ্টেম্বর)। কিন্তু মহারণকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি যা তাতে এই ম্যাচ না-ও হতে পারে। পাক-ভারত ম্যাচের উত্তেজনা ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ক্যান্ডিতে শনিবার ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির হওয়ার সম্ভাবনাও। বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৮৫ শতাংশ।

এরপরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৭ টার দিকে বৃষ্টি কিছুটা কমলেও, রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত ৭৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। তবে মাঠ এমনভাবে প্রস্তুত রাখা হচ্ছে যাতে বৃষ্টির পর তাড়াতাড়ি খেলা শুরু করা যায়। সাধারণত বৃষ্টির জন্য শ্রীলঙ্কায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে খেলা হয় না।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কায় বেশিরভাগ ম্যাচ রাখা হয়। কিন্তু ক্যান্ডি, কলম্বো সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে শুধু ভারত-পাকিস্তানের ম্যাচই নয়, একাধিক ম্যাচ ভেস্তে যেতে পারে।

যদি ভারত-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, তবে ভারতের কাছে নেপালকে হারানো ছাড়া অন্য কোন উপায় থাকবে না এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার জন্য। কারণ, এরই মধ্যে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক পাকিস্তান। আর যদি ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি না হয়, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যার ফলে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকবে রোহিত শর্মার দল। ফলে নেপাল-ভারত ম্যাচে যে-ই জিতবে, সে দলই সেমি নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৪:০৫   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পালমেইরাসের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নকআউটে মেসিদের কঠিন প্রতিপক্ষ
নতুন চমকে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
শেষ মুহূর্তের গোলে এশিয়ার দলকে হারাল ইন্টার, ৭ গোলের থ্রিলারে জয় ডর্টমুন্ডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ