ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩



---

আজ ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনে কী কী ঘটেছিল।

ঘটনাবলি:
১৬৫৭ – মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পারিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮– অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৮৭৯ – লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ – ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ – আটলান্টা জীবন বিমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৬ – ইরাকে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড ক্ষেপণাস্ত্র আক্রমণ।
১৯৯৮ - বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।

জন্ম:
১৭৬৬ – রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টন।
১৮৯২ – অ্যাডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯০৬ – নোবেলজয়ী আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ লুই লেলয়ের।
১৯১৩ – লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৬৮ – ক্রিকেটার সাঈদ আনোয়ার।
১৯৯৫ – ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।

মৃত্যু:
১৯০৭ – সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৭২ – সালে বিশিষ্ট সুরসম্রাট ও প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১৯৮৯ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা।
১৯৯০ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৫ – সলিল চৌধুরী, একজন ভারতীয় সংগীত পরিচালক।
১৯৯৬ – সালমান শাহ, বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক।
১৯৯৮ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক।
২০১৭ - লতফি জাদেহ, ইরানি ও আজারবাইজানি বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৫৬   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
‘গোলমেশিন’ হল্যান্ডের জোড়ায় শীর্ষে ম্যান সিটি
ভেতরে খুপরি ঘর, তাই আগুন নেভাতে সমস্যা হয়েছে: ফায়ার সার্ভিসের ডিজি
নটিংহ্যামের হতাশা বাড়িয়ে সহজ জয় চেলসির
রোমাঞ্চকর জয়ে রিয়ালকে হটিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা
ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
বিএনপি সরকার গঠন করলে হাসপাতালে শয্যা ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হবে : তারেক রহমান
দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তাকে জয়যুক্ত করবো: মাসুদুজ্জামান
দল থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর মাঠে নামব: গিয়াসউদ্দিন
বাপের নাম না বলে চাচা-জেঠার নাম ভাঙিয়ে বেড়ায়: অ্যাডভোকেট টিপু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ