জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী শাখার আয়োজনে এ বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। রেলীটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে শিমলা বাজার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা হতে কয়েক সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ সমবেত হয়।
পরে সমবেত ভক্তবৃন্দ জগন্নাথ মন্দির হতে বিশাল এক বর্ণাঢ্য শুভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার আরামনগর বাজার শ্রী শ্রী কৃষ্ণ ও কালী মন্দির এসে শেষ করেন। পরে সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।
বর্ণাঢ্য রেলী বের করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা জগ।
এ সময় অনন্যদের মধ্যে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ পরিষদ সরিষিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মন্টুলাল তেওয়ারী সহ উপজেলার সকল সনাতন ধর্মালম্বী নেতা ও ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:১২ ২০০ বার পঠিত