প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমেদ, মোয়াজ্জেম হোসেন রতন এবং আয়েশা ফেরদাউস বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান অবস্থা এবং অধিক হারে বিদেশে জনশক্তি প্রেরণ; বৈধপথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিকল্পে মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ব্যবস্থা; অবৈধপথে ইউরোপ-আমেরিকায় জনশক্তি প্রেরণ/গমন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে তাদেরকে প্রদত্ত স্মার্ট কার্ডের সাথে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়।

বৈঠকে প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার পরবর্তী মাসেই যেন তাদের চাকুরী ও বেতন ভাতা নিয়মিত পান সেটি কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে দক্ষ প্রবাসী কর্মী গড়ে তুলতে এবং সরকারী অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টিটিসির শূণ্য পদগুলো অনতিবিলম্বে পূরণ করার ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করার সুপারিশ করা হয়।

বৈধ পথে রেমিটেন্স প্রেরণ বৃদ্ধি করার জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১২   ২০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে ভবিষ্যৎ ভালো হবে না’
অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কানামাছি খেলছে : রিজভী
পুরান ঢাকা ও ফতুল্লায় রাজউকের অভিযান, জেল-জরিমানা
চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস
দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো : মির্জা ফখরুল
গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম
সুবিধা নেওয়া উৎসুকরাই গণমাধ্যম সংস্কারের বিরোধিতা করছেন
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ