ফরিদপুরে যুবলীগ কর্মীর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে যুবলীগ কর্মীর আত্মহত্যা
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



ফরিদপুরে যুবলীগ কর্মীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তুষার প্রামাণিক (৩২) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরবর্ণী গ্রামের তুষারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ও বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফরিদ প্রামাণিকের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের কর্মী।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় শ্রেণির কর্মচারী ও বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের ফরিদ প্রামাণিকের প্রথম স্ত্রী (তুষারের মা) মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে পৌর সদরেই বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। ফরিদ প্রামাণিকের একমাত্র ছেলে তুষার প্রামানিক ১০ বছর আগে খালাতো বোন নিপা পারভীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তুষারের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

তবে সে কোন কাজ না করলেও বাবার দেয়া টাকা দিয়ে সংসার চালাতেন। তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন বনিবনা ভালো যাচ্ছিলো না। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনভর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিলো। সন্ধ্যায় তুষারের বাবা ফরিদ প্রামাণিক নিপাকে মামা শ্বশুর বাড়ি উপজেলার চতুল গ্রামে পাঠিয়ে দেন। রাত ৮টার দিকে স্ত্রীর ওপর অভিমান করে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তুষার। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে থানায় খবর দেয়। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ৯:১৮:৫৭   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
খুলনায় মে দিবস পালিত
কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
নতুন সুখবরে ভাসছেন মেহজাবীন
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু বিএনপির শ্রমিক সমাবেশ
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
মানবিক করিডোর দেয়ার আগে স্বাধীনতা-সার্বভৌমত্ব স্পষ্ট করুন : রিজভী
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ