‘শয়তানের নিশ্বাস’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শয়তানের নিশ্বাস’ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



---

বহির্বিশ্বে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত বিশেষ মাদক ‘স্কোপোলামিন’ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল৷ বিশেষ এই মাদক অনলাইনে বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ৷

রোববার দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শাকিল আহাম্মদ নামে ৩০ বছর বয়সী এক যুবককে৷ সে ফেসবুকে কয়েকটি গ্রুপের মাধ্যমে স্কোপোলামিন, পটাশিয়াম সায়ানাইড ও ক্লোরোফরম বিক্রি করতো৷ তাকে এসব মাদক ও রাসায়নিক দ্রব্য সরবরাহ করতো মো. রাকিব নামে আরেক যুবক৷ তাকেও সাইনবোর্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

গ্রেপ্তার শাকিল (৩০) চাঁদপুরের পশ্চিম মতলবের নারায়ণপুর এলাকার শাহ্ আলম প্রধানের ছেলে এবং রাকিব (৩২) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে৷

তাদের কাছ থেকে ১০ গ্রাম স্কোপোলামিন, ১ দশমিক ২ লিটার পটাশিয়াম সায়ানাইড, ২ দশমিক ৫ লিটার ক্লোরোফরম, ৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

‘স্কোপোলামিন’ নামে উচ্চ মাত্রার এ মাদক বাংলাদেশে বিক্রির ব্যাপরটি উদ্বেগজনক বলে মন্তব্য করেন এসপি গোলাম মোস্তফা৷

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় আইস, ক্রিস্টাল ম্যাথের মতো বিভিন্ন মাদক দেখেছি৷ কিন্তু এটা একেবারেই নতুন নাম৷ আমি নিজেও এটা প্রথমবার শুনেছি এবং এ বিষয়ে স্টাডি করে এর ভয়াবহতা সম্পর্কে জেনেছি৷ এ দেশেও মাদক হিসেবে এটি বিক্রি হচ্ছে ব্যাপারটি খুবই উদ্বেগজনক’

গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাক পূর্বাচল উপশহরের একটি নির্জন রাস্তার পাশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ৷ ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নেমে অনলাইনে এ মাদক বিক্রির ব্যাপারটি জানতে পারে পুলিশ৷

এসপি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুর বিষয়টি তদন্ত করছিল ডিবি পুলিশের একটি টিম৷ তদন্তে শাকিলের সন্ধান পায় পুলিশ৷ শাকিলের সাথে ওই যোগাযোগ ছিল৷

‘শাকিলের ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম, শাকিল অনলাইনে ‘স্কোপোলামিন’র মতো বিশেষ কিছু মাদক বিক্রি করে৷ এই মাদকটিকে বহির্বিশ্বে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ বলা হয়ে থাকে৷ এই মাদক খুবই পাওয়ারফুল, এটা যে গ্রহণ করে তিনি তার স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে৷ এ সময় ওই ব্যক্তি আর নিজের কন্ট্রোলে থাকেন না৷ তাকে যে নির্দেশ দেওয়া হয় তাই করেন৷’

এসপি বলেন, ‘প্রযুক্তিগতভাবে দক্ষ শাকিল অনলাইনে নির্দিষ্ট কিছু মানুষের কাছে স্কোপোলামিন মাদক, পটাশিয়াম সায়ানাইড ও ক্লোরোফর্ম বিক্রি করে৷ সে কাকে কী পরিমান বিক্রি করলো সেগুলোর একটা হিসাবও রেজিস্টার খাতায় সে রাখে৷ এ ধরনের একটি খাতাও আমরা জব্দ করেছি৷ আরও তদন্ত করতে গিয়ে শাকিলের এ মাদক বিক্রির সাথে রাকিবের জড়িত থাকার তথ্য পেয়ে তাকেও গ্রেপ্তার করা হয়৷

রাকিব একটি রপ্তানিমুখী ক্যামিকেল কারখানায় চাকরি করে৷ সে এসব মাদক ও বিষাক্ত রাসায়নিক শাকিলকে সরবরাহ করতো বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম৷

চক্রটি এক বছর যাবৎ অনলাইনে এসব মাদক ও নিষিদ্ধ রাসায়নিক বিক্রি করছে জানিয়ে এসপি গোলাম মোস্তফা বলেন, ‘আমরা চক্রটিকে আইডেন্টিফাই করেছি, তাদের মধ্য থেকে দু’জনকে গ্রেপ্তার করে কিছু মালামাল উদ্ধার করেছি৷ বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে৷’

এক প্রশ্নের জবাবে এসপি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম রিপোর্ট পেলে এবং আরও তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে৷ তবে তার মৃত্যুতে শাকিলের জড়িত থাকার ব্যাপারটিও আমরা খতিয়ে দেখছি৷’

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না - সমাজকল্যাণ মন্ত্রী
বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকের শূন্য পদে নিয়োগে পদক্ষেপ নিতে বলল সংসদীয় কমিটি
বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির
কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি
নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরবর্তী সার্ভে ও সেটেলম্যান্ট অপারেশনে দিনাজপুর জোনকে অগ্রাধিকার দেওয়া হবে : ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ