বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » খুলনা » গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩



গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে গুম: স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে গুমের ঘটনায় ফন্টু মণ্ডল (৬০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফন্টু মণ্ডল আলমডাঙ্গা উপজেলার পোল বাগুনদা গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় ফন্টু মণ্ডল কৌশলে স্ত্রী ডালিমা খাতুনকে পেঁয়াজ তোলার কথা বলে বাড়ি থেকে একটি বিলের মাঠে নিয়ে যায়। ফন্টু মণ্ডল বাড়ি ফিরলেও স্ত্রীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে পাইপের ভেতরে ফেলে গুম করেন। নিহতের ছেলে মায়ের সন্ধান চাইলে বাবা বলেন দাদি বাড়ি গিয়েছে ফিরে আসবে। পরের দিন সকালে প্রতিবেশীদের নিয়ে বিলের মাঠে গিয়ে দেখতে পায় পাইপের ভিতরে চুল দেখা যাচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাবার নামে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশিকুল হক একজনকে অভিযুক্ত করে একই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ১৭ সাক্ষীর মধ্য ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৫৪   ৯৫ বার পঠিত