খুলনায় ইমন হত্যায় জড়িত পাঁচ জন গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » খুলনায় ইমন হত্যায় জড়িত পাঁচ জন গ্রেফতার
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



খুলনায় ইমন হত্যায় জড়িত পাঁচ জন গ্রেফতার

এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে খুলনার গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবক ইমন। এ ঘটনায় শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করলেও মূল আসামিকে ধরতে পারেনি পুলিশ।

উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

খুলনার সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন ইমন শেখ। এসময় ৫-৬টি মোটর সাইকেলে ১০-১২ জন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। পরে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

স্বজনদের দাবি, মাদক বিক্রিতে রাজী না হওয়ায় ইমনকে হত্যা করা হয়।

এদিকে পূর্ব শত্রুতার অভিযোগ এনে রাতেই নিহত ইমনের বাবা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পরে রাতেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ (৩২), বুলু পাটোয়ারী (৩৫), আকাশ হাওলাদার (২০) ও আপন খাঁ (২২)।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। এ ঘটনার পেছনে এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বেলা ১২ টায় সোনাডাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাঁচজন আটক হলেও হত্যার পরিকল্পনাকারীসহ মূল আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উপপুলিশ কমিশনার জানান, মূল আসামিসহ অন্য আসামিদের গ্রেফতার করতে পারলে হত্যাকাণ্ডের কারণ বলা যাবে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিহত ইমন খুলনায় কলেজে অনার্স পড়তো, পাশাপাশি রং মিস্ত্রির কাজ করতো।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৯   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
জনগণের আস্থা পুনরুদ্ধারে আরও বলিষ্ঠ ও স্বচ্ছ ভূমিকা রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
খুলনায় উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব উদযাপিত
আমরা আর ‘ভারতের দাদাগিরি’ মানব না : রাশেদ খান
ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশি আটক
কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি
সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
এএসসি ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যে বার্তা দিলেন সেনাপ্রধান
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ