গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল!

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল!
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল!

ইসরাইল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তবে গাজায় এবার ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ ওঠেছে ইসরাইলের বিরুদ্ধে।

ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা বুধবার (১১ অক্টোবর) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার আল কারামা এলাকায় আগের দিন রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল কারামার বোমা হামলার দৃশ্যসহ একটি ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে। তবে আল জাজিরা তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা যাচাই করতে পারেনি।

সাদা ফসফরাসকে একটি ‘আগ্নেয়’ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আইন অনুসারে, বেসামরিকদের মধ্যে থাকা সামরিক লক্ষ্যবস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, সাদা ফসফরাস সমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।

সাদা ফসফরাস এক ধরনের বিষাক্ত পদার্থ। এটি ফসফরাসেরই আইসোটোপ, যা অনেকটা মোমের মতো। অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলি তৈরি করে।

বলা হয়, এটি এতই আঠালো যে, কোথাও লাগলে তা মুছে ফেলা বেশ কঠিন। এমনকি ক্ষত থেকে ব্যান্ডেজ খোলার পর অক্সিজেনের সংস্পর্শে এলে ফের সেখানে আগুন জ্বলে উঠতে পারে। কেবল ত্বকই নয়, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরের ভেতরেও প্রবেশ করে সাদা ফসফরাস।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৪৫   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার
মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক
এপস্টেইন ফাইলস প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের
জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন
মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ
৪৯০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে আনা হবে এক কার্গো এলএনজি
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত
মেক্সিকোতে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষে, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ