দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় কোন লোকজন ব্যবসায়ীদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। কোন প্রকার চাঁদাবাজি করেনি।
মন্ত্রী আজ বুধবার নওগাঁয় চেম্বার অব কমার্স আয়োজিত ব্যসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার সাদাত সরকার এবং নওগাঁ চেম্ব্রা অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু।
ব্যবসাযীরা মায়ের কোলে বসে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা যারা করেন তাদের উপরও কোন হস্তক্ষেপ ছিলনা। তাই ব্যবসায়ীদের দেশের মানুষের প্রতি মানবিক হয়ে সুদৃষ্টি দেয়ার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ভোক্তাদের সেবা এবং সহাযোগিতা দিলে পক্ষান্তরে সরকারকেই সহযোগিতা করা হবে।
মন্ত্রী নওগাঁর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম উন্নয়নের অংশ হিসেবে এখানেও ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১শ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন হয়েছে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।

বাংলাদেশ সময়: ২২:৫১:২০   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে থেকে বিএনপির মনোনয়ন পেলেন যে ৪ জন
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
ঝালকাঠিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ভূমিসেবা নিশ্চিতের মূল ভিত্তি সঠিক সার্ভে ও সেটেলমেন্ট - ভূমি উপদেষ্টা
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটে নিখোঁজ চার শিশু ঢাকার হোটেল থেকে উদ্ধার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ