হবিগঞ্জ জেলার বাহুবল এলাকায় জমিজমা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খুনের মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শনিবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বংশাল এবং ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান।
তিনি জানান, হবিগঞ্জ জেলার বাহুবল এলাকায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একটি হত্যার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলার হয়। মামলার পর পলাতক আসামিরা পলাতক ছিলেন।
তিনি আরও জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছে। এরই প্রেক্ষিতে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মামলার বাদীর লোকজনের ওপর হামলা করলে তাদের লোকজন গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মামলার বাদী ভাই ইউসুফ এবং উস্তার আলীকে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের ঘটনায় হত্যার স্বীকার ইউসুফের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে গ্রেপ্তাররা বিভিন্ন এলাকায় পলাতক থেকে মোবাইলের মাধ্যমে ফোন করে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৩ ১৪৪ বার পঠিত