
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় শোক ঘোষনা কে সমর্থন জানিয়ে অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদে আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতার আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে শেষে সমবেত উপস্থিতি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গিয়ে শেষ করেন।
এতে অংশ নেন উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীগণ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের পেশাজীবী মুসল্লিরা।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:০১ ২৭৬ বার পঠিত