প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন উন্নয়ন সেবা আর সুশাসনের জন্যে: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন উন্নয়ন সেবা আর সুশাসনের জন্যে: পলক
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩



প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন উন্নয়ন সেবা আর সুশাসনের জন্যে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন দেশের উন্নয়ন সেবা আর সুশাসনের জন্যে। তাই ক্ষমতার ধারাবাহিকতা থাকা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
পলক বলেন, বিগত দেড় দশকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও উপহার দিয়েছেন। আমরা সবাই সেবক হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই ধারা সামনেও অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতের আলোয় গ্রামগুলো এখন উন্নয়নে মুখরিত জনপদ। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য পরামর্শ ছাড়াও ২৭ ধরণের ওষুধ প্রদান করা হচ্ছে। বিগত সময়ে দেশের নয় কোটি প্রান্তিক জনগোষ্ঠি চিকিৎসা সেবা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি করে চিকিৎসার পরিধি বাড়ানো হয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন সুবিধার মাধ্যমে অনায়াসে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন। ভিশন সেন্টারে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আহমেদ তাহির হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
সৌদি আরবের কিং ফয়সাল ফাউন্ডেশন এন্ড রিলিফ সেন্টারের সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সিংড়ায় আয়োজিত তৃতীয়বারের মত এই চক্ষু ক্যাম্পে পাঁচ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করছেন। বাছাইকৃত রোগীদের পরবর্তিতে চোখের ছানী অপারেশন করে দেওয়া হবে বিনামূল্যে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:২৪   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
এ সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে: ইসি সচিব
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫
জামালপুরে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক
ফরিদপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত
সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
মৎস্য সম্পদ বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নারায়ণগঞ্জে ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ