বিজিবির ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে পালালো ছেলে, বাবা আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজিবির ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে পালালো ছেলে, বাবা আটক
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩



বিজিবির ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে পালালো ছেলে, বাবা আটক

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৭ কেজি ৪৫০ গ্রাম বিস্ফোরকসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সীমান্তবর্তী সূর্যনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অভিযানে বাবা আটক হলেও তার ছেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটালিয়নের জহুরপুর বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারকারীকে আটক করে। শনিবার (২৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।

আটককৃত ব্যক্তি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫০)। অভিযানে আটককৃত মনিরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২) নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, অস্ত্র-গোলাবারুদ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হেরোইন পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে। গত এক বছরে ৬০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। আফগানিস্তানে তৈরি করে ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে এসব হেরোইন।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেকে তেকোনা নামক নদীর চরে বিজিবির একটি টহল দল অপেক্ষমাণ ছিল। শনিবার বিকেলে দুইজন ব্যক্তিকে একটি পাতিল নিয়ে আসতে দেখলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালাতে শুরু করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় পাতিলসহ মনিরুল ইসলামকে আটক করা গেলেও তার ছেলে খায়রুল ইসলাম পালিয়ে যায়। আটককৃত মনিরুল ইসলামের কাছে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৪   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীতে এনটিভির সাংবাদিক আটক
মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম
স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে
আরএমজি খাতের টেকসই উন্নয়ন নিয়ে বিডা-বেজা প্রধানের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
দেশি-বিদেশি ষড়যন্ত্রে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে : সাখাওয়াত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ