দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

প্রথম পাতা » ছবি গ্যালারী » দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



দীপিকার সঙ্গে পর্দায় রসায়ন, বাস্তবে না শাহরুখের! কেন?

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু দীপিকা পাড়ুকোনের। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের বিপরীতে ছিলেন নবাগতা দীপিকা। ওই ছবিতে বলিউড বাদশার সঙ্গে জুটি বেঁধে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিলেন দীপিকা। সেই থেকে শুরু এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ থেকে শুরু করে হালের ‘পাঠান’, ‘জওয়ান’-এও দেখা জুটি হিসাবে দেখা গেছে শাহরুখ ও দীপিকাকে।

পর্দায় তাদের রসায়ন প্রায় প্রশ্নাতীত। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও দীপিকা-শাহরুখের রসায়নে এতটুকুও প্রভাব পড়েনি। বরং, দিন দিন আরও জমাট হচ্ছে তাদের সমীকরণ। পর্দায় এত জমজমাট সমীকরণ সত্ত্বেও বাস্তবে কখনও সুযোগ পেলেও নাকি দীপিকার সঙ্গে প্রেম করবেন না শাহরুখ! কেন জানেন?

তার কাছে দীপিকা ভীষণ ‘স্পেশাল’, তা নিজের মুখেই একাধিকবার স্বীকার করেছেন বাদশা। শুধু স্পেশালই নন, দীপিকা শাহরুখের ‘লাকি চার্ম’ ও বটে। দীপিকা থাকলেই শাহরুখের ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে, এমনটাই বিশ্বাস শাহরুখের।

তবু দীপিকার সঙ্গে কেন প্রেম করতে রাজি নন শাহরুখ? ‘কফি উইথ করণ’-এর এক পর্বে করণ জোহর শাহরুখকে প্রশ্ন করেছিলেন, দীপিকা না সোনম— সুযোগ পেলে কার সঙ্গে প্রেম করবেন তিনি? সময় নষ্ট না করেই শাহরুখ উত্তর দেন, ‘আমি ওদের দুজনের সঙ্গেই প্রেম করতে রাজি হতাম, যদি না ‘কফি উইথ করণ’-এ ওদের পর্বটা না দেখতাম। এখন তো আমি ভয় পাচ্ছি! প্রেমের পরে বিচ্ছেদ হলে ওরা যদিও ওইভাবে আমার নামে নিন্দা করে, তা হলে তো আমি মরেই যাব!’

প্রসঙ্গত, রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এর কফি আড্ডায় এসেছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। বলিপাড়ায় কানাঘুষো, ‘সাওয়ারিয়া’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় সোনমের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রণবীরের। তবে সেই সম্পর্কও স্বল্পায়ু। কফি কাউচে বসে রণবীরের বিষয়ে জমিয়ে সমালোচনা করেছিলেন সোনম ও দীপিকা। এমনকি, ওই অনুষ্ঠানে দীপিকা এমন মন্তব্যও করে বসেন যে, রণবীরের নাকি কন্ডমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিৎ। হাসতে হাসতে দীপিকার কথায় সায় দিয়েছিলেন সোনমও।

বাংলাদেশ সময়: ১১:৫১:০৮   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের আর্থিক সহায়তার চেক বিতরণ:
ভোলায় গণসংযোগে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
নতুন কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশকে বিশ্বকাপ জিততে দেখতে চান শোয়েব আখতার
সিইসির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ
পুরোনো রাষ্ট্রব্যবস্থা ব্যবহার করে হাদিকে গুলি করা হয়েছে: ফরহাদ মজহার
কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে: দিপু ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে জেলা প্রশাসন কাজ করছে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ