সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত
বুধবার, ১ নভেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে
জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার(১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হওয়ার পূর্বে যুব র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে সমবেত যুবরা আলোচনা সভায় অংশ নেন।

উক্ত আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং দৃষ্টি বাংলার স্বত্বাধিকারী সাংবাদিক বাদশা ভুঁইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,আমাদের যুবসমাজকে পরিপূর্ণ দক্ষ, আধুনিক ও সচেতনরূপে গড়ে তোলার লক্ষ্যে সরকার দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। এছাড়াও তাদের অনেকেই আজ সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এদেশের প্রশিক্ষিত যুবরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। পাশাপাশি দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে পাঠাচ্ছে তারা।

তবুও দেশের অশিক্ষিত মানুষের চেয়ে শিক্ষিত বেকার যুবকের সংখ্যা বেশি। তাই এ সকল বেকার যুবকদের বেকারত্বের অভিশাপ হতে মুক্ত করতে সংশ্লিষ্টদের আরও স্মার্ট পদক্ষেপ নিতে হবে বলে বক্তারা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদসহ যুব ঋণের চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৪   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে - পানিসম্পদ প্রতিমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
প্রথমবারের মত বিশ্ব ব্যাংক ভূমি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ
ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন যুবনেতা বাবু
ইউপি সদস্যকে মারধরের ঘটনায় সেই যুবলীগ নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে - পার্বত্য প্রতিমন্ত্রী
জয়পুরহাটে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ
টেক্সাসে ঝড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ