দেশে আগুন সন্ত্রাসীরা জায়গা পাবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে আগুন সন্ত্রাসীরা জায়গা পাবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



দেশে আগুন সন্ত্রাসীরা জায়গা পাবে না : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ এখনো শত্রুমুক্ত হয়নি। এখনো আগুন সন্ত্রাসীরা আছে। স্বাধীনতা বিরোধীরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আমাদের ওপর আক্রমণ করতে উদ্যত হয়। তবে স্বাধীনতা বিরোধিতা, আগুন সন্ত্রাসীরা এবং দেশ বিরোধীরা কখনো জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে গোসাইরহাট পট্টি নদী বন্দরের উদ্বোধন শেষে সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রীত্বই বড় কথা নয়, আমি মুজিবকন্যা এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তিনি বাংলার মানুষের জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত অভূতপূর্ণ উন্নয়ন করেছেন।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে খালিদ মাহমুদ বলেন, একসময় দেশের মানুষের কোনো আত্মসম্মান, আত্মমর্যাদা ছিল না। আমরা ভিক্ষার থলি নিয়ে, সাহায্যের হাত নিয়ে পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াতাম। আর সেই দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন কীভাবে নিজেদের অর্থে পদ্মা সেতু করতে হয়। সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

গোসাইরহাট পট্টি নদীবন্দর চালুর উদ্দেশ্যে তিনি বলেন, শরীয়তপুরের গোসাইরহাট পট্টি নদী বন্দর চালু হলে এ জেলার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। এছাড়া এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে। এ জেলার সঙ্গে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা আরও বেশি এগিয়ে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, পুলিশ সুপার মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০০   ১৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতসহ ৭ দাবি
নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে: শ্রম উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
মহান মে দিবসে রাজধানীতে শ্রমজীবীদের র‌্যালি
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
বিভিন্ন সম্প্রদায়ের হারিয়ে যাওয়া ভাষাগুলোকে সংরক্ষণ করার জোর তাগিদ দিয়েছেন- পার্বত্য উপদেষ্টা
বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ