বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের পক্ষে নয় চীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের পক্ষে নয় চীন
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপের পক্ষে নয় চীন

নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু হওয়ায় এ বিষয়ে কথা বলতে রাজি নয় চীন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করুক, তার পক্ষে নয় চীন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু। এ বিষয়ে চীন কথা বলতে চায় না। চীন অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। চীন আশা করছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বাইরের কেউ হস্তক্ষেপ করবে না। কারণ, এটি চীন পছন্দ করে না। নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষরাই নেবে। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন দেখতে চায় চীন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, চীন আশা করে বাংলাদেশে রাজনৈতিক অবস্থানের উন্নতি হবে। সব অংশীদার মিলে স্থিতিশীলতা বজায় রাখবে। স্থিতিশীল বাংলাদেশ বজায় রাখতে সব পক্ষকে সহযোগিতা করতে হবে। আমি আশা করি, এ ব্যাপারে সবাই এগিয়ে আসবে।

নির্বাচন পরবর্তী বাংলাদেশে চীন স্থিতিশীলতা দেখতে চায় বলেও জানান রাষ্ট্রদূত ওয়েন।

‘বিআরআই’র ১০ বছর : পরবর্তী সোনালী দশকের সূচনা’-শীর্ষক সেমিনারের যৌথভাবে আয়োজন করে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) ও ঢাকার চীনা দূতাবাস।

রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন চায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হোক। তারই প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে কাজ করছে চীন। অনেক রোহিঙ্গা শরণার্থী তাদের দেশে ফিরতে চায়। যেহেতু তারা ফিরতে চায় এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাবাসন ইস্যুতে সমর্থন প্রয়োজন।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:৫৭   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী
বুন্দেসলিগায় অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুসেনের
সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার
তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব
পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর
ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির
সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী
কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল - পররাষ্ট্রমন্ত্রী
সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই - বস্ত্র ও পাট মন্ত্রী
অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশালে - পানিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ