মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর সময়ে দেশে আলেম সমাজ যথাযথ মূল্যায়ন পেয়েছেন। তিনিই দেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসলামিক শিক্ষা ব্যবস্থা বিস্তারে পদক্ষেপ নিয়েছেন। তারই কন্যা শেখ হাসিনা দেশের আলমদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে কওমি শিক্ষা ব্যবস্থাকে সাধারণ শিক্ষার সমমর্যদাসহ দেশের আলেমদের বিনা খরচে হজ করার সুযোগ দিয়েছেন। কিন্তু বিএনপি-জামায়াত মুখে আলেমদের কথা বললেও তারা তাদের কোনো মর্যাদা দেয়নি।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে নাজিরপুর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও আলেম-ওলামা নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছেন। যেখান থেকে মানুষ কোরান-হাদিস শিক্ষাসহ ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবে। হাতে মদের গ্লাস ও মুখে বিসমিল্লাহ বলে ইসলামের খেদমত করা হয় না।
একটি গোষ্ঠী ইসলামের শুভাকাঙ্ক্ষি দাবি করে আ. লীগ ও শেখ হাসিনাকে ইসলাম বিদ্বেষী বলে। কিন্তু ওই গোষ্ঠী ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলার কোনো ধরনের প্রতিবাদও করেনি। কিন্তু শেখ হাসিনা এর প্রতিবাদসহ সংসদে নিন্দা প্রস্তাব করেছেন’।
উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার সাতকাছিমা জামিয়া আরাবিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলামা মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া মাদরাসার মুহতামিম মাও. মো. নূরুল হক, লেবুজিলবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আহম্মেদ, পিরোজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাও. মীর মোহাম্মাদ ফারুক আব্দুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫১ ১১০ বার পঠিত