নির্বাচন নিয়ে পশ্চিমাদের মতো নয় ভারত : পররাষ্ট্রসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন নিয়ে পশ্চিমাদের মতো নয় ভারত : পররাষ্ট্রসচিব
রবিবার, ২৬ নভেম্বর ২০২৩



নির্বাচন নিয়ে পশ্চিমাদের মতো নয় ভারত : পররাষ্ট্রসচিব

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, পশ্চিমাদের মতো ভোট নিয়ে মাথাব্যথা নেই ভারতের। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে কমিশন ও সরকারের প্রস্তুতিতে আস্থা রেখেছে দেশটি। তবে সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের চোরাচালান বন্ধে দেশটিকে অনুরোধ করেছি আমরা।

রোববার (২৬ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে শনিবার ভারত সফর শেষে ঢাকায় ফেরেন মোমেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শমূলক বৈঠক করতে ভারত সফর করেন সচিব।

নির্বাচন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান অপ্রত্যাশিত দাবি করে মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা দিল্লিকে জানিয়েছে ঢাকা। পশ্চিমাদের মতন ভোট নিয়ে তাদের মাথাব্যথা নেই। বাংলাদেশের নির্বাচন দেখতে আসতে আগ্রহী দেখিয়েছে ৯০টি দেশের প্রতিনিধিরা।

পররাষ্ট্রসচিব বলেন, সম্প্রতি সীমান্তে আগ্নেয়াস্ত্র ও নাশকতায় ব্যবহার করা যেতে পারে, এমন পণ্যের কয়েকটি চালান ধরা পড়েছে, এমন তথ্য দিয়ে ভারতকে এই অনুরোধ করা হয়েছে সতর্কতার জন্য।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মোমেন। ভারতীয় দলের নেতৃত্ব দেন সেখানকার পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব জানান, প্রতিনিধি পাঠানো ৯০টি দেশ হলো এমন দেশ- যাদের বাংলাদেশে সরাসরি কোনও দূতাবাস বা মিশন নেই, কিন্তু দিল্লিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতরাই বাংলাদেশ সংক্রান্ত ঘটনাবলি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত। কূটনৈতিক পরিভাষায় এই রাষ্ট্রদূতদেরই বলে ‘কনকারেন্টলি অ্যাক্রিডিটেড’– সোজা কথায় দিল্লিতে নিযুক্ত হলেও বাংলাদেশও তাদের কাজের পরিধিতেই পড়ে। আর এরকমই প্রায় ৯০টি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু হলে আয়োজিত সেই ব্রিফিংয়ে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩০   ২১৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোনো চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যোগাযোগের চ্যানেল’ খোলা, নিশ্চিত করল ইরান
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য: আলী রিয়াজ
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
খেলাফত মজলিস আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক
দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন : জামায়াত আমির
জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্সের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার সচিব
যারা ক্ষমতায় যাবে তাদের ওপর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে : নজরুল ইসলাম খান
এডিপির বরাদ্দ কমছে ৩০ হাজার কোটি টাকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ