পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩



পঞ্চগড়ে এক আসনেই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার (০৩ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির মিল্টন রায় ও মুক্তিজোটের আব্দুল মজিদ। তবে পঞ্চগড়-২ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র সঠিক রয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামায় সই না থাকাসহ একাধিক কারণে ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বর্তমানে পঞ্চগড়-১ আসনে প্রার্থী হিসেবে ১১ জন ও পঞ্চগড়-২ আসনে প্রার্থী রয়েছেন পাঁচজন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসক ও রির্টানিং কার্যালয়ে নিজ নিজ দলের প্রার্থীরা এসে মনোনয়নপত্র দাখিল করেন। এতে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজনসহ মোট ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড়-১ আসনে ১৫ জন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি ও অসঙ্গতি থাকায় চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৬   ৫৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ওয়ান-ইলেভেনের সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাঁকে স্বাগত জানানোর জন্য দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ
রেড ক্রিসেন্ট সোসাইটির সিসিএ প্রকল্পের প্লানিং কর্মশালার উদ্বোধন
বন্দরের নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু, সুন্দর ও শান্ত পরিবেশে: এসপি
স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শুরু আর শেষের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের সিরিজ জয়
সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম’র কার্যকর ভূমিকা আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ