সরিষাবাড়ীতে অটোচালক মধু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন গ্রেফতার-২

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে অটোচালক মধু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন গ্রেফতার-২
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে অটোচালক মধু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন গ্রেফতার-২

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে অটোচালক মধু হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ জড়িত থাকা ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৩ অক্টোবর) উপজেলা ডোয়াইল ইউনিয়নের অটোচালক আঃ কাদের মধু মিয়াকে অজ্ঞাতনামা ব্যক্তিরা হত্যা করে তার অটো সহ ব্যবহৃত মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে তার লাশ চাপারকোনা ঝিনাই নদীতে ভেসে উঠলে স্থানীয় সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ।

পরে এ ঘটনায় (২৬ অক্টোবর) সরিষাবাড়ী থানায় একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করে নিহতের স্বজনরা। যার মামলা নং-১৬, এবং ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।

জানা যায়, উক্ত হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মূচনে সরিষাবাড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সহ হত্যাকান্ডে জড়িত মোঃ শাকিল মিয়া(২০) নামে একজনকে ২৯ নভেম্বর রাতে গ্রেফতার করে। সে বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বড়পুইয়া উটা গ্রামের মোঃ আনিছ বেপারীর ছেলে।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামী শাকিল মিয়া উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সেই জবানবন্দির ভিত্তিতেই সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ হিরন মিয়া(২৮) নামে আরেকজন আসামিকে ১০ ডিসেম্বর রাতে গ্রেফতার করে। যার বাড়ী একই উপজেলার কাউকাটি গ্রামে এবং সে মৃত মোকছেদ আলী মীরের ছেলে বলে পুলিশ সূত্র জানায়।

এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত(ওসি) মোঃ মুশফিকুর রহমান বলেন, এঘটনার রহস্য উদ্ঘাটন হয়েছে এবং দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, নিহত মধু মিয়া উপজেলা ডোয়াইল ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে (২৩ অক্টোবর) সোমবার বিকাল ৩টায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। নিখোঁজের একদিন পর মঙ্গলবার(২৪ অক্টোবর) বিকালে চাপারকোনা বাজার বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয় সংবাদের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে ছিল।

বাংলাদেশ সময়: ১৫:১১:২১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ