পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫



পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আগের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে। তারা সকলেই সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে পূজার এই উৎসব সুন্দরভাবে করা যায়।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শহরের তিন নম্বর ঘাট পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “এরপরেও একটি গোষ্ঠী হয়তো থাকবে কিভাবে এই সুন্দর অনুষ্ঠানটি নষ্ট করা যায়। সে জন্য আমাদের সকল ধরনের তৎপরতা রয়েছে। যাতে সুন্দর-সুষ্ঠভাবে পূজার কর্যক্রম সমাপ্তি করতে পারি। এবার নারায়ণগঞ্জ শহরে ২২৪টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা সকলে পূজাকে মিলে উৎসবমুখর করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে। দেশ বিদেশ থেকে যারা আসবেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে উদযাপন করবেন।”

তিনি বলেন, এবারও শহরের ৫ নম্বর ঘাটে বিসর্জন দেওয়া হবে। এই ঘাটে ২৫০ ফিট জায়গা রয়েছে। সকলেই যেন সুন্দরভাবে শৃঙ্খলার সাথে বিসর্জন দিতে পারে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ঘাটের সকল কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সেনাবাহিনীর মেজর আয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের যুগ্ম পরিচালক ইসমাঈল হোসেন, নাসিকের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল্লাহ মোহাম্মদ হাশেম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার সহ সভাপতি তিলোত্তমা দাস, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক শেপালী রানি দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৫   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
নারায়ণগঞ্জের মানুষ অতিথিপরায়ণ, সমৃদ্ধ কালচার: মাসুদুজ্জামান
পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে: ডিসি
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ
জামালপুরে ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ার অভিযোগ, বিক্ষুব্ধ জনতা
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ