বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



বিএনপি ছাড়াও নির্বাচন অংশগ্রহণমূলক হবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা (দোহার-নবাবগঞ্জ)-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, অংশগ্রহণমূলক মানে বিএনপিকে নিয়ে নির্বাচন করতে হবে তা নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে৷

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা দোহারে প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি৷

সালমান রহমান বলেন, ‘বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে, তখন আমি অনেক বিদেশির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি৷ তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন৷ আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে; তবে শান্তিপূর্ণ হবে কি না, তার নিশ্চয়তা দেয়া যায় না। কারণ, বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে৷’

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিল বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে৷ এখন ঘরে ঘরে বিদ্যুৎ আছে৷ অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয়ক্ষমতা বাড়ার ফলে অনেক উন্নয়ন হয়েছে৷’

তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরনের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী৷ জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন তিনি৷

নিজ নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশিসহ তরুণ প্রজন্মের জন্য নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা উল্লেখ করে সালমান রহমান বলেন, দোহার-নবাবগঞ্জের অনেক মানুষ প্রবাসে থাকেন৷ প্রবাসীরা দেশে ফেরত এলে কী করবেন তা নিয়ে নানা সমস্যায় পড়েন৷ তারা কোনো প্রকল্প শুরু করতে চাইলে আমি সহযোগিতা করব৷ কিংবা বিদেশে যাওয়ার সময় তারা যেন দালালদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারেও সহযোগিতা করা হবে৷ একই সঙ্গে নারী উদ্যোক্তাদের জন্য নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেন সালমান এফ রহমান৷

দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদীভাঙন, তা নিরসনে এরই মধ্যে কাজ শুরু হয়েছে৷ শেষ হলে নদীভাঙনের একটা স্থায়ী সমাধান হবে৷ এ ছাড়া এলাকায় গ্যাস সংযোগও শুরু হয়ে গেছে এবং দ্রুতই শেষ হবে৷ কিছু রাস্তাঘাটের কাজসহ যা যা বাকি আছে পুনরায় নির্বাচিত হলে সব কাজ শেষ করা হবে৷’

সোমবার (১৮ ডিসেম্বর) লিফলেট বিতরণের মধ্য দিয়ে ঢাকা-১ আসনে নির্বাচনী প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী সালমান এফ রহমান। সকাল থেকেই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে লিফলেট বিতরণ করেন সালমান রহমান। এ সময় তিনি স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় সব শ্রেণি-পেশার ভোটারের সুখ-দুঃখের কথা শুনতে চান বর্তমান সাংসদ। তাকে কাছে পেয়ে নিজেদের কথা বলতে থাকেন এলাকার সাধারণ মানুষ৷

বাংলাদেশ সময়: ১৫:৩৩:০৩   ৫৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
অর্থের বিনিময়ে জঙ্গিদের অস্ত্র গুলি সরবরাহ করেন রহিম
আগামী ২৪ মে শুরু নিউ ইয়র্ক বাংলা বইমেলা, থাকছে ১০ হাজার নতুন বই
সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন
গাজায় ১০ দিন ধরে চিকিৎসাসামগ্রী পাচ্ছে না ডাব্লিউএইচও
এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি : পলক
লালমনিরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তণ দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের শ্রদ্ধা
আম নিয়ে সিন্ডিকেট হতে দেব না : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ