ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা পার পাবে না : ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা পার পাবে না : ডিএমপি কমিশনার
মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩



ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা পার পাবে না : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা কেউ পার পাবে না, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, ট্রেনে ও বাসে যে জ্বালাও-পোড়াও করা হচ্ছে, এসব ঘটনার সাথে জড়িত নাশকতাকারীদের অনেকেই গ্রেফতার হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কোন অবস্থাতেই পার পাবে না।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, একটি রাজনৈতিক দলের লোকজন কিছুদিন যাবৎ হরতাল এবং অবরোধের নামে জনগণের জীবন ও সম্পদ ধ্বংস করে চলেছে, এই নাশকতা (মোহনগঞ্জ এক্সপ্রেসে) সেই প্রক্রিয়ারই একটি অংশ বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। যারা অবরোধ, হরতাল করছে, তারাই এটি করছে। ইতোপূর্বে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা ধরাও পড়েছে।
এসব নাশকতা যারা করেছে তারা এই হরতাল ও অবরোধকারীদের একটি অংশ এবং এটি কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ বলে মনে করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, এই নাশকতা যারা ঘটিয়েছেন, তাদের শনাক্ত করার জন্য ডিএমপি, রেলওয়ে ও সিআইডিসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
সোমবার রাত ১১টায় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস আজ ভোর পাঁচটায় ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে। সেখান থেকে কমলাপুরের উদ্দেশ্যে রওনা করলে যাত্রীরা “জ” বগিতে হঠাৎ করে আগুন দেখতে পান। অনেকেই দরজা জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যান। সেই আগুনে চারজন পুড়ে মারা যান। এদের মধ্যে নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের শিশু ইয়াছিনও রয়েছে। অন্য দু’জনের পরিচয় শনাক্ত করা যায়নি। তারা এমনভাবে পুড়ে গেছেন, তাদের ফিঙ্গারপ্রিন্ট নেয়াও সম্ভব হচ্ছে না। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট ডিএনএ সংগ্রহ করছে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ৩টি অগ্রাধিকার ভিত্তিক ক্ষেত্র নির্ধারণ করেছে সরকার : বিডা প্রধান
সিদ্ধিরগঞ্জ ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন
বন্দরে ইসলামী আন্দোলনের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
জনগণ ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করবে: সাখাওয়াত
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে : তৌহিদ হোসেন
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ