সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণ সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণ সভা
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



সাংবাদিক মোস্তফা বাবুলের স্মরণ সভা

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুল এর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২২ ডিসেম্বর)সকালে সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুলের ছোটভাই মঞ্জুরুল ইসলাম, ভাইরা দেলোয়ার হোসেন,ছেলে তারেক মাহাতী,মেয়ে তানিয়া আক্তার, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, নির্বাহী সদস্য সোহেল রানা ও সদস্য লুৎফর রহমান প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক মোস্তফা বাবুল একজন সৎ নির্ভীক ও অত্যন্ত মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি একজন লেখকও ছিলেন। তিনি পেশাদার সাংবাদিক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক সচেষ্ট ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও মোস্তফা বাবুলের সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্তরালে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখার প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান উপস্থিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য যে, গত (৪ নভেম্বর) দুপুরে জামালপুর পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেন মোস্তফা বাবুল। সেখানে থেকে ব্যক্তিগত কাজে বিকেলে ট্রেনে করে সরিষাবাড়ী উপজেলায় যান। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ইজিবাইকে উপজেলার চাপারকোনা এলাকায় যাওয়ার পথে মুলবাড়ী এলাকায় একটি মোটরসাইকেল তাঁকে বহনকারী ইজিবাইকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইক থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর শহরের বেসরকারি ডায়বেটিস জেনারেল হাসপাতালে নেন। ওই রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ৯ দিন পর রাত ১২টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৫:২১:২১   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
মানুষের প্রতি শেখ হাসিনার মত আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা
বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ