রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



সোনারগাঁয়ে বিপুল সাড়া পাচ্ছেন কায়সার হাসনাত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার স্বপক্ষের মার্কা। গত ১০ বছর সোনারগাঁয়ে নৌকা মার্কা ছিল না। এবার জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কাটি আমাদের দিয়েছে জনগনের আবেগের জায়গা থেকে। জনগণ থেকে আমরা বিপুল পরিমান সাড়া পাচ্ছি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে নৌকার প্রচারনায়।

রোববার (২৪ ডিসেম্বর) সোনারগাঁও পৌর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। সোনারগাঁয়ের মানুষ শান্তি প্রিয়। তারা সহিংসতা, জ্বালাও পোড়াও পছন্দ করেন না। তারাও চায় সুন্দর ও শান্তি পরিবেশে তাদের মনের আশা ও চাওয়া পাওয়াটি ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারে। সে পরিবেশটা আমি সহ আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের আহবান জানাই।

পথসভা ও উঠান বৈঠকে তাঁর সাথে প্রচারণায় ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ পৌর আওয়ামী লীগ নেতা গাজী মুজিবুর রহমান, এড. ফজলে রাব্বী, ছগির আহমেদ, মোহাম্মদ হোসাইন, নাসরিন সুলতানা ঝরা, কোহিনুর ইসলাম রুমা, কবির হোসেন, হাজী আক্তার হোসেন, মুকুল সিকদার, মোতালেব মিয়া স্বপন, আমজাদ হোসেন, আলী আকবর, হুমায়ন কবীর মোল্লা খোকন, আলাউদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২০   ৮০ বার পঠিত   #