নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এই আনন্দে আজ সোমবার সকাল থেকে তাঁর বাসভবনে চলছে আনন্দ উৎসব। দুই উপজেলার নৌকাপ্রেমী হাজার হাজার মানুষ ও ইউনিয়নভিত্তিক জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে ঢাক-ঢোলসহ মিছিল নিয়ে আসছেন তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে।

জানা গেছে, সোমবার সকাল থেকে বাঘার আড়ানী বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জয়ের মালা পরাতে ছুটে আসছেন চারঘাট-বাঘার হাজার হাজার নৌকাপ্রেমী মানুষ। অনেকে আবেক আপ্লুত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বুকে জড়িয়ে ধরে তাঁর সাথে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র ক্লান্তি নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের।
বরং তিনি সকলকেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ধন্যবাদ জানাচ্ছেন।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, ‘এবার বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নৌকাকে বিজয় অর্জন করতে হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত তিন নেতা মিলে একজনকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করান এবং তাঁরা সকলে মিলে নৌকাকে পরাজিত করতে মাঠে নামেন। তবে তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
কারণ শাহরিয়ার আলম একজন পরীক্ষিত নেতা। তাঁর দৃশ্যমান উন্নয়নের জোয়ারে তিনি আবারও বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন।’

এদিকে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিতে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এ আসনে শাহরিয়ার আলম এমন একটি অবস্থান তৈরি করে নিয়েছেন, যা বলে বোঝানো যাবে না। বলতে পারেন, এই দুই উপজেলা তাঁর নিজস্ব দুর্গ। এখানে এ বছর যিনি নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন, তিনি এর আগেও দুইবার খেলেছেন।
তবে তাতে কোনো লাভ হয়নি। এ অঞ্চলের মানুষ আমাদের নেতাকে ভালোবাসেন বলে তিনি বারবার নির্বাচিত হচ্ছেন।’

বাংলাদেশ সময়: ২৩:১৭:৫৫   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভিয়েতনাম সরকার প্রায় ১৪ হাজার বন্দিকে মুক্তি দেবে
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ
বিএনপি ক্ষমতায় এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে : সালাহউদ্দিন
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
তুরস্কের সহযোগিতায় ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
বিএমডিএ কর্মকর্তাদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ