প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে বন্যা, ৩ জনের প্রাণহানি

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে বন্যা, ৩ জনের প্রাণহানি
মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪



প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রে বন্যা, ৩ জনের প্রাণহানি

প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বৈরী এ আবহাওয়ায় গাছ উপড়ে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড় ও প্রবল বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়ায়। প্রদেশটির বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গাছ উপড়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন রাস্তা। এ ছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুতবিচ্ছিন্ন হয়ে রয়েছে হাজারো মানুষ।

ঝড় শুরু হওয়ার পর থেকে দমকলকর্মীরা ১৩০টিরও বেশি বন্যা সম্পর্কিত ঘটনায় সাড়া দিয়েছে এবং বেশ কয়েকটি উদ্ধারকাজ পরিচালনা করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারেও এ প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আটটি কাউন্টিতে জরুরি অবস্থাও ঘোষণা করেছেন গভর্নর। ঝড়ের মধ্যে গাছ পড়ে তিনজন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে স্যাক্রামেন্টো উপত্যকায় এক ব্যক্তি গাছ চাপায় এবং সান্তা ক্রুজ কাউন্টিতে বাড়ির ওপর গাছ আছড়ে পড়ার পর অন্য আরও একজন মারা যান।

লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস সোমবার বলেন, ‘নিরাপদে থাকুন এবং রাস্তা থেকে দূরে থাকুন, এটি এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি একেবারেই জোরালো কোনও প্রয়োজন হয় তবেই আপনারা বাড়ি ছেড়ে বাইরে যাবেন।’

এ ছাড়াও উত্তরের সান ফ্রান্সিসকোতেও ভূমিধস দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৫০   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, রয়টার্সের সাংবাদিকসহ নিহত ১৫
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে ওয়াশিংটন
সম্পর্ক জোরদারে সম্মত জাপান ও দক্ষিণ কোরিয়া
কলম্বিয়ায় দুটি পৃথক গেরিলা হামলায় নিহত ১৮, আহত অন্তত ৬০
হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরাইল গাজা দখল করবে, বললেন নেতানিয়াহু
‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক করুন’, ট্রাম্পের উদ্দেশে নিকি হ্যালি
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির
ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস
নতুন প্রস্তাব নিয়ে ইসরায়েলের দিকে তাকিয়ে মধ্যস্থতাকারীরা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ