জনস্বাস্থ্য বিবেচনায় বায়ুদূষণ রোধে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনস্বাস্থ্য বিবেচনায় বায়ুদূষণ রোধে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



জনস্বাস্থ্য বিবেচনায় বায়ুদূষণ রোধে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনে সরকারের অর্থায়নে বায়ুদূষণ রোধে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বায়ুদূষণ রোধে গৃহীত বেস্ট প্রকল্পকে সবচাইতে সফল প্রকল্পে পরিণত করতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, বায়ুদূষণ কমাতে শুধু প্রকল্পের আশায় বসে থাকলে চলবে না। জনগণের অর্থে নেওয়া প্রকল্পের টাকা যেতে নষ্ট না হয় সেদিকেও নজর আরো বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট)’ প্রকল্প বিষয়ে আয়োজিত এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে নির্ধারিত বাজেটের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। দেশের দূষণ রোধে প্রকল্পের গুণগত লক্ষ যাতে অর্জিত হয়, তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এ প্রকল্পকে সফল করতে প্রকল্পের চারটি কম্পোনেন্ট বাস্তবায়নকারী পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, বিআরটিএ এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে কর্মশালার সভাপতি ড. ফারহিনা আহমেদ বলেন, দেশের পরিবেশের উন্নয়নে বেস্ট প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
দেশের পরিবেশের মান উন্নয়নে এ প্রকল্পের গুরুত্ব অনুধাবন করে সবাইকে নিবেদিত হয়ে কাজ করতে হবে।

কর্মশালায় আরো বক্তৃতা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, বিশ্বব্যাংক অপারেশন ম্যানেজার গেইল মার্টিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫০:২৯   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে : রিজভী
ইন্টারনেটের মূল্য না কমালে অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা: ফয়েজ আহমদ
রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
রাতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ বার্সেলোনার
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ
আইনি সহায়তা আইনের শাসনের অপরিহার্য উপাদান: প্রধান বিচারপতি
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ