চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টিসিবি’র কার্ড বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টিসিবি’র কার্ড বিতরণ
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টিসিবি’র কার্ড বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ইউপি সদস্য হাবিল টিসিবি কার্ড বিতরণ করেছে। এবিষয়টি নিশ্চিত করেছেন মহাদান ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল।

তিনি আরও বলেন রোববার(১৮ ফেব্রুয়ারি) সকালে মহাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক অনুমোদিত চারজন ডিলার ইউনিয়নের তিন হাজার ৬২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করছিলেন।

এসময় টিসিবির পণ্য নিতে আসা সুবিধাভোগীদের কাছে ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা ভুয়া কার্ড পাওয়া যায়। পরে প্রত্যেকের কার্ড যাচাইবাছাই করে দুই শতাধিক ভুয়া কার্ড উদ্ধার করা হয়। পরে এ বিষয়টি ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে জব্দকৃত কার্ডধারীদের লিখিত স্বাক্ষর রেখে তাদেরকে ছেড়ে দেন।

ভুয়া কার্ডধারি আঃ রাজ্জাক জানান ২নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান হাবিল ৫০ টাকার বিনিময়ে আমাদের কাছে এ কার্ড বিক্রি করেছে। আমরা এই কার্ড দিয়ে টিসিবি’র পণ্য তুলতে পারিনি। আমাদের সাথে সে জালিয়াতি করেছে। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিল বলেন, এ সম্বন্ধে আমি কিছু জানিনা। হয়তো কে বা কারা এটা শত্রুতা করে দিয়েছে।

এ ব্যাপারে টিসিবি সমবায় সমিতির সভাপতি মন্টু লাল তেওয়ারি বলেন, গত ১৬ জানুয়ারি ময়দান ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ কালে ১৭০টি প্যাকেজ ঘাটতি হয়। এই নিয়ে ডিলারদের সাথে মনোমালিন্য হয় সুবিধাভোগীদের। তারা মনে করে ইচ্ছে করেই প্যাকেজ কম নিয়ে আসে ডিলারেরা। কিন্তু এবার প্রমাণিত হল। ডিলারদের কোন দোষ নেই। কিছু অসাধু ব্যক্তি ভুয়া কার্ড বানিয়ে এ সমস্যা সৃষ্টি করে। যারা এসব অপকর্মের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার বিরুদ্ধে আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৫   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
ভোলাগঞ্জে পাথর লুট তদন্তে ৩ সদস্যের কমিটি, অনুসন্ধানে দুদক
ফতুল্লায় অভিযান: ১৭ টন পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
‘জুলাই যোদ্ধা’র স্ত্রীকে আর্থিক সহযোগিতা দিলেন ডিসি
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
গলায় চানাচুর আটকে সরিষাবাড়ীতে শিশুর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ