শিশু-কিশোররাই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক: স্থানীয় সরকার মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু-কিশোররাই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক: স্থানীয় সরকার মন্ত্রী
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



শিশু-কিশোররাই উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক: স্থানীয় সরকার মন্ত্রী

আজকের শিশু-কিশোররাই ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, শিশু-কিশোর সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি হয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজকের শিশু-কিশোরদের উপযুক্ত করে তৈরি করতে হবে। শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেল ও জাতির পিতার আদর্শের কথাগুলো পৌঁছে দিতে হবে। আজকের শিশুরা যাতে আদর্শ নাগরিক হয়ে বড় হয়, সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশের যে পথনকশা তৈরি করেছেন সেই পথে উপযুক্ত নাগরিক হতে হলে শিশু-কিশোরদের এখন থেকেই জাতির পিতার আদর্শকে অনুসরণ করতে হবে।’

একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিশু-কিশোররা লেখাপড়া করে জ্ঞানে সমৃদ্ধ হলেই সেই লক্ষ্যমাত্রা অর্জন আমাদের জন্য সহজ হবে।’

মন্ত্রী এ সময় মাদক ও দুর্নীতির করাল গ্রাস থেকে সমাজকে রক্ষা করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বলেন, ‘শিশু-কিশোরদের নৈতিক বলে বলিয়ান করে গড়ে তুলতে পারলেই সমাজের অনেক অবক্ষয় থেকে মুক্ত করা সম্ভব।’

স্থানীয় সরকার মন্ত্রী এরপর শিশু-কিশোরদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৬   ১৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ
সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদ, ফেনসিডিল জব্দ
২০৪০ সালের মধ্যে জাপানে জনশক্তির ঘাটতি পূরণে পদক্ষেপ নেবে বাংলাদেশ
চমক দিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ মার্টিনেজ
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তি ইসলামের ক্ষমতা প্রদর্শন করেছে: গালিবাফ
আগামী ৫ ডিসেম্বর ঢাকায় খেলতে আসছে ব্রাজিল-আর্জেন্টিনা দল
তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই : জামায়াত আমির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ