ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪



ইউক্রেনের হামলায় ৬০ রুশ সেনা নিহত

ইউক্রেনের দোনেৎস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ রুশ সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সূত্র জানিয়েছে, রাশিয়ার জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দোনেৎস্কে পৌঁছানোর আগে ওই সেনারা ঘটনাস্থলে একত্র হয়েছিলেন।

গত মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শোইগু। তবে দোনেৎস্কে হামলার বিষয়ে কোনো কথা বলেননি।

জানা গেছে, নিহত সেনারা রাশিয়ার ৩৬তম মটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্য। সাধারণত তাদের সাইবেরিয়ার ট্রান্সবৈকাল এলাকায় মোতায়েন করা হয়ে থাকে। রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেগ মোইসেইয়েভকে বরণ করে নিতে দোনেৎস্কের ত্রুদোভোস্কে এলাকায় ওই সেনারা অপেক্ষা করছিলেন। তখনই হামলা চালানো হয়। তবে এ হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।

হামলার ঘটনার পর বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা গেছে, একটি খোলা জায়গায় অনেক রুশ সেনার মরদেহ পড়ে আছে। বেঁচে যাওয়া অনেকে বলছেন, প্রায় ৬০ জন নিহত হয়েছেন।

অপর একটি ভিডিওতে এক সেনাকে বলতে শোনা যায়, বাহিনীর কর্মকর্তাদের নির্দেশেই তারা একত্র হয়েছিলেন। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি।

ট্রান্সবৈকাল অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে দোনেৎস্কে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ওসিপভ জানিয়েছেন, পরে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৫৪   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ