ঢাকা, ১ মার্চ, ২০২৪ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৫ ৫৫ বার পঠিত