খাদ্যে ভেজালরোধে কেমিক্যাল অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাদ্যে ভেজালরোধে কেমিক্যাল অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
রবিবার, ৩ মার্চ ২০২৪



খাদ্যে ভেজালরোধে কেমিক্যাল অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ঢাকা, ০৩ মার্চ ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জাহিদ মালেক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, মাহবুব উর রহমান, মোঃ আবদুস সবুর এবং মোঃ ইয়াকুব আলী অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়ারফেস ওসমান।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম কমিটিতে উপস্থাপন করা হয় এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজের সমন্বয় বৃদ্ধি করতে সুপারিশ করা হয়।

ক্যানসারের বিষয়ে গবেষণা বৃদ্ধিসহ স্ক্রিনিং এর ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয়।

খাদ্যে ভেজাল রোধে ক্যামিকেলের অপব্যবহার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়াও ব্লু ইকোনোমি নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সাথে সমন্বয়ের দাগিত দেয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০১   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক
সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন জামালপুর পৌরসভা
যানবাহনের চাপ সামলাতে রামপুরা খালের ওপর সেতু
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ