প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক
শনিবার, ১৬ মার্চ ২০২৪



প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেশের বিভিন্ন সংকট অতিক্রম করেছি। আগামীতেও তার জাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করবো।

শনিবার নাটোরের সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ইফতার মাহফিলের মতো ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে এক কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির স্মার্ট কার্ড প্রদান করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্যু আমরা অসহায় মানুষের জন্যে কাজ করে যাবো।

এ সময় উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল, তিন কেজি চিনি এবং দুই কেজি লবণসহ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৭   ২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বৈধ পথে রেমিটেন্স পাঠাতে ব্রিটিশ-বাংলাদেশিদের প্রতি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর আহ্বান
মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে -স্পীকার
শেখ হাসিনা সরকার দুর্যোগ মোকাবিলায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে - অর্থ প্রতিমন্ত্রী
পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের দেশ - ভূমিমন্ত্রী
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানসহ প্রাণ গেল গৃহবধূর
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে - ধর্মমন্ত্রী
রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
স্যাটেলাইট ব্যবহারে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-মরিশাসের আলোচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ