প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক
শনিবার, ১৬ মার্চ ২০২৪



প্রধানমন্ত্রীর জাদুকরী নেতৃত্বে বিভিন্ন সংকট অতিক্রম করেছি: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা দেশের বিভিন্ন সংকট অতিক্রম করেছি। আগামীতেও তার জাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করবো।

শনিবার নাটোরের সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ইফতার মাহফিলের মতো ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছেন।

প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে এক কোটি ৩০ লাখ পরিবারকে টিসিবির স্মার্ট কার্ড প্রদান করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্যু আমরা অসহায় মানুষের জন্যে কাজ করে যাবো।

এ সময় উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল, তিন কেজি চিনি এবং দুই কেজি লবণসহ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৭   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইজিবাইক চালক ও শিক্ষার্থী ঘটনায় তদন্তের পর ব্যবস্থা: ডিসি
ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, আহত ১২
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
চাঁদাবাজির অভিযোগে ১২ হিজড়া গ্রেপ্তার
ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি’র বৈঠক
সংস্কৃতি উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে : ড. আসিফ নজরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ