কম দামে পেঁয়াজ বিক্রির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কম দামে পেঁয়াজ বিক্রির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



কম দামে পেঁয়াজ বিক্রির কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজানের শেষ ১০ দিনে রোজাদাররা যাতে স্বস্তিতে ইফতার করতে পারে সে জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর টিসিবি ভবনের সামনে এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পেঁয়াজ পচনশীল। আমদানি করতে অনেক ঝুঁকি ছিল। তাই শঙ্কায় ছিলাম এই পেঁয়াজ ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারবো কি না। তবে আমাদের সাহসের জায়গা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। তার নির্দেশনা ছাড়া এটা সম্ভব ছিল না।

নির্বাচনের আগে থেকেই যেকোনো মূল্যে দ্রব্যমূল্য সামাল দেয়া প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল জানিয়ে ‍টিটু বলেন, এই পেঁয়াজের মান ভালো। সংরক্ষণ করা যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা কেজি। পর্যায়ক্রমে শিগগিরই বাকি পেঁয়াজ আনা হবে। প্রতিবেশী দেশ ছাড়া এটা সহজ হতো না। কারণ মিশর, তুরস্ক থেকে আনলে অনেক খরচ হতো।

মূলত রমজানের শেষ ১০ দিনে রোজাদাররা যাতে স্বস্তিতে ইফতার করতে পারে সে জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই পেঁয়াজ ভারত সরকার টনপ্রতি আবুধাবিতে বিক্রি করছে ১ হাজার ২০০ ডলার। বাংলাদেশের জন্য দাম ৮০০ ডলার বেঁধে দেয়া হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার দল নিয়ে তিন দিন ভারত সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে কম দামে এই পেঁয়াজ এনেছেন।

দেশের কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, আমি বলেছিলাম পুলিশ দিয়ে না, সাপ্লাই দিয়ে বাজার সামলাবো। টিসিবির পেঁয়াজ বিক্রি সেটাই প্রমাণ করবে। এই ট্রাকসেল ওপেন সেল। যেকেউ আড়াই কেজি করে পেঁয়াজ কিনতে পারবে। জেলা পর্যায়ে ইতোমধ্যে দাম কমে গেছে। ঢাকা ও চট্টগ্রামে বিক্রির কারণ, বড় শহরে দাম কমলে বাকি জায়গায়ও কমে যাবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন। আমদানি রফতানির বাণিজ্য রাজনীতির বাইরে রাখেন। ভোক্তার অধিকার রক্ষার্থে পণ্য নিয়ে আমরা যেন রাজনীতিকরণ না করি। টিসিবি আগামীতে শুধু পেঁয়াজ না, সব পণ্য বিক্রি করবে। বাফার স্টক তৈরি করে টিসিবি নিজস্ব স্টলে সারা বছর পণ্য বিক্রি করে বাজার সামাল দিবে এরপর থেকে।

এসময় আরও উপস্থিত ছিলেন টিবিসির চেয়ারম্যান মো. আরিফুল হাসান, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহারিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১২:০০   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নাটকীয়তার পর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন
আমরা চেয়েছি ব্যালট বিপ্লব, এখন এক-দুটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে
মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া কক‌টে‌লে যুবক নিহত
সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান
নির্বাচনি ইশতেহারে বৈদেশিক নীতি স্পষ্ট করতে হবে: দিলারা চৌধুরী
ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবো : আবু জাফর বাবুল
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন
আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ