সরকার এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে স্বনির্ভর করতে চায় : আরাফাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে স্বনির্ভর করতে চায় : আরাফাত
বুধবার, ৩ এপ্রিল ২০২৪



সরকার এফডিসি ও চলচ্চিত্র শিল্পকে স্বনির্ভর করতে চায় : আরাফাত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, সরকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ও দেশের চলচ্চিত্র শিল্পকে সরকারের ওপর নির্ভরতা হ্রাস করে সম্পূর্ণ স্বনির্ভর করতে কাজ করছে।
তিনি বলেন, ‘আমি মনে করি কোনো শিল্পেরই ভর্তুকির ওপর নির্ভর করা উচিত নয়, কারণ ভর্তুকি উপভোগকারী শিল্প সবসময় সরকারের ওপর নির্ভর করে। তাই আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই যাতে এফডিসি ও আমাদের চলচ্চিত্র শিল্প স্বনির্ভর হতে পারে।’
প্রতিমন্ত্রী আজ বিকেলে নগরীর তেজগাঁওস্থ এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন।
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ এমপি।
আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো দেশকে মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য সিনেমার চেয়ে শক্তিশালী মিডিয়া আর নেই উল্লেখ করে আরাফাত আরও বলেন, ‘আমরা যদি আমাদের দেশকে সিনেমার মাধ্যমে বিশ্বের সামনে মর্যাদার সঙ্গে তুলে ধরতে চাই তাহলে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিবেশ তৈরিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।
দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আমাকে চলচ্চিত্র বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জেলা পর্যায়ে সিনেপ্লেক্স স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা স্বনির্ভর হতে সক্ষমতা অর্জন করবে।
চলচ্চিত্র শিল্পকে স্বাবলম্বী করতে আয়ের পথ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমার নিজেরও বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করার আগ্রহ রয়েছে। আমি মনে করি পরিবেশ তৈরি করতে পারলে সবকিছুই আপনা আপনি হয়ে যাবে এবং আমরা চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে পারব।
আরাফাত আরও বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র শিল্পে আমাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং এর বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে।’
চলচ্চিত্র শিল্পে প্রযুক্তিগত অগ্রগতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জগুলোকে সৃজনশীল উপায়ে সুযোগে রূপান্তরিত করার বিষয়ে ভাবতে হবে এবং এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে।’
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যকার ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক ড. মতিন রহমান ও এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু প্রমুখ।
প্রতিমন্ত্রী এর আগে এফডিসি চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় চলচ্চিত্র দিবসের কর্মসূচির উদ্বোধন করেন এবং র‌্যালির নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৬   ৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিফট স্থাপনের সুপারিশ
আত্মসমালোচনা ও আত্মশুদ্ধি ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয় - ধর্মমন্ত্রী
এভিয়েশন শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে কাজ করছে সরকার - বিমানমন্ত্রী
জেন্ডার বাজেট শুধু প্রণয়ন করলে চলবে না বাস্তবায়ন করতে হবে : অর্থ প্রতিমন্ত্রী
সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বাজেটে ৫শ’ মিলিয়ন ডলার বরাদ্দ রাখার প্রস্তাব আইসিটি প্রতিমন্ত্রীর
সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে : প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারকদেরকে সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির
সরকার ও নাগরিকের মধ্যে অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ তথ্য প্রতিমন্ত্রীর
শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত
ঢাকা শহরে আগের তুলনায় ডেঙ্গু রোগী কম : মেয়র তাপস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ